গোপালগঞ্জে ভর্তিপরীক্ষায় নকল, ২ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তিপরীক্ষায় নকল করার ঘটনায় তিনজনকে দুই বছরের কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 05:05 AM
Updated : 18 Nov 2017, 05:08 AM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন  তাদের এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন - নকলে সহায়তাকারী সাতক্ষীরার আনোয়ারুল ইসলাম (৩৬), ঢাকার হাফিজুর রহমান (২৭), ভর্তিপরীক্ষার্থী যাশোরের শাহারিয়ার হাসান মাহিন (২২) ও আব্দুল হাসিব (২২)।

এ দিন  সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষায়ও নকল করায় সাত পরীক্ষার্থীকে ২০ দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বেলা ২টায় ‘বি’ ইউনিটের ভর্তিপরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করার অভিযোগে মাহিন ও হাসিবকে আটক করে কর্তৃপক্ষ।

“তাদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়। আর স্বীকারোক্তি অনুযায়ী শহরে অভিযান চালিয়ে আনোয়ারুল ও হাফিজুরকে বিপুলসংখ্যক ডিভাইসসহ আটক করে পুলিশ। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত আনোয়ারুল, হাফিজুর ও মাহিনকে দুই বছর করে কারাদণ্ড ও হাসিবকে এক হাজার টাকা জরিমানা করে।”

সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।