এসএসসির ফরম পূরণে গোপালগঞ্জে অতিরিক্ত টাকা আদায়

বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করছে গোপালগঞ্জে জলিরপাড় জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

মনোজ সাহা গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 12:27 PM
Updated : 17 Nov 2017, 12:27 PM

স্কুলের প্রধান শিক্ষক বলছেন, অতিরিক্ত টাকা দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কোচিংয়ের ব্যবস্থা করা হবে।

স্কুলটির শিক্ষার্থী ঝরনা হালদারের বাবা সুভাষ হালদার বলেন, “আমার মেয়ে মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে। চার হাজার টাকা দিয়ে ফরম পূরণ করেছে।

“বোর্ডের ফি ১৫৫০ টাকা। কম নেওয়ার জন্য প্রধান শিক্ষককে অনেক অনুরোধ করেছি। তিনি শোনেননি। বাধ্য হয়ে চার হাজার টাকা দিয়ে ফরম পূরণ করতে হয়েছে।”

আদায় করা অতিরিক্ত টাকার জন্য কোনো রশিদ দেয়নি বলে অভিযোগ করেন সুভাষ। 

উলফাত শেখ নামে আরেক শিক্ষার্থী বলেন, “চার হাজার টাকা দিয়ে মানবিক বিভাগের ফরম পূরণ করা হচ্ছে। বিজ্ঞান বিভাগে চার হাজার দুইশ টাকা নিচ্ছে।”

প্রধান শিক্ষক নির্মল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে স্কুল থেকে চার হাজার দুইশ টাকা নির্ধারণ করা হয়েছে।

“শিক্ষার্থীরা বিভিন্ন অজুহাতে টাকা কম দিচ্ছে। ফরম পুরণ শেষে দেখা যাবে গড়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুই হাজার টাকা আদায় হয়েছে।

“১৯ নভেম্বর ফরম ফিল-আপের শেষ সময়। অতিরিক্ত টাকা দিয়ে এরপর এসএসসির পরীক্ষার্থীদের কোচিংয়ের ব্যবস্থা করা হবে।”

পরে অতিরিক্ত টাকার রশিদ দেওয়া হবে বলে জানান তিনি।