বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস, দণ্ডিত ৭

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় সাত শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 11:20 AM
Updated : 17 Nov 2017, 11:21 AM

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করে সাজা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডিতরা হলেন বরিশালের উজিরপুরের তানভীর, মাদারীপুরের রাজৈরের পলাশ মাতুব্বর, যশোরের বাঘারপাড়ার জয় ইমামুল ও সৌরভ,  ময়মনসিংহের গফরগাঁওয়ের ইকবাল, ঢাকার কেরানীগঞ্জের মো. কাওসার ও কুড়িগ্রামের উৎস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে দণ্ডিত পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন তাদের ২০ দিনের কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।