নীলফামারীতে ২ ‘মাদক বিক্রেতা’ আটক

নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে;যাদের মাদক বিক্রেতা বলছে র‌্যাব।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 09:52 AM
Updated : 16 Nov 2017, 09:57 AM

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নতুন বাবুপাড়ার লালগেট মোড় থেকে তাদের আটক করা হয়।

“তাদের কাছ থেকে ১২৭টি ইয়াবা জব্দ করা হয়েছে।”

আটককৃতরা হলেন- সৈয়দপুর পৌরশহরের মিস্ত্রিপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আলামিন (২৮) ও বাঁশবাড়ি এলাকার জামিল হোসেনের ছেলে মোহাম্মদ রানা (২৪)।

র‌্যাব কর্মকর্তা আবুল কাশেম বলেন, “গোপনে ইয়ারা বিক্রির খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই যুবককে ১২৭টি ইয়াবা, নগদ দেড় হাজার পাঁচশ টাকা, দুটি মোবাইল ফোন ও চারটি সিমসহ আটক করা করে।”   

“আটককৃতরা দীর্ঘদিন ধরে থেকে চোরাই পথে ইয়াবা এনে সৈয়দপুরসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।