দিনাজপুরে ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানচালক নিহত

দিনাজপুরে তেলবাহী ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 06:25 AM
Updated : 16 Nov 2017, 06:27 AM

পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার শোভন রায় জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম বিপ্লব বলে জানালেও তিনি তার ঠিকানা বলতে পারেনি।

রেল কর্মকর্তা শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানটি বড়পুকুরিয়া রেলগেট পার হচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী ট্রেনটি এসে পড়ায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় কভার্ড ভ্যানটি দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর চালক মারা যান।

দুর্ঘটনার পর এ রুটে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কভার্ড ভ্যানটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।