জাটকা ধরায় আটক সঙ্গীকে কেড়ে নিল জেলেরা

ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ ধরার সময় আটক এক জেলেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সহকর্মীরা।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 01:08 PM
Updated : 15 Nov 2017, 01:08 PM

বুধবার উপজেলার বড়ইয়া গ্রামে বিশখালি নদীর বুথমারা খালের মোহনায় এ ঘটনা ঘটে বলে

রাজাপুর থানার পরিদর্শক শামসুল আরেফীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে এক এএসেইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক শামসুল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বিশখালি নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় নুরজামাল নামে এক জেলেসহ তিনজনকে আটক করে নৌ পুলিশের টহল দল।

“এ সময় নুরজামালকে পুলিশ হেফাজতে রাখলেও বাকি দুজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে জেলেরা ও এলাকাবাসী পুলিশের সংঘর্ষে জড়িয়ে নুরজামাল ছিনিয়ে নিয়ে যায়।”

এ ঘটনায় নৌ পুলিশ বাখেরগঞ্জের নিয়ামতির ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।