জামায়াত নেতার বাড়ি থেকে ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার আসামি শহীদুল আলম বাহাদুরের বাড়ি থেকে শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 04:46 PM
Updated : 14 Nov 2017, 04:53 PM

মঙ্গলবার রাত কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর বার্মিজ মার্কেট রোড়ের ভাড়া বাড়িতে অভিযানে যায় পুলিশ।

“এ সময় ছয় শিশুসহ ১১ রোহিঙ্গা এবং বাড়িটির কেয়ারটেকারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ওই বাড়ির এসি, টিভি ও ফ্রিজসহ অত্যাধুনিক আসবাবপত্র।”

অভিযানকালে শহীদুল আলমকে সেখানে পাওয়া যায়নি বলে জানান ম্যাজিস্ট্রেট খালেদ।

কক্সবাজার সদর থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, শহীদুল আলম বাহাদুর বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ঘটনায় অভিযোগপত্রের আসামি তিনি। এ মামলায় এক গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হন বাহাদুর।

এছাড়াও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি রঞ্জিত।