মাদারীপুরে ডিগ্রির উত্তরপত্র হারানোর ঘটনা তদন্তে কমিটি

মাদারীপুরে একটি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষার সাড়ে নয়শ সাদা উত্তরপত্র হারিয়ে যাওয়ায় ঘটনা তদন্তে কমিটি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 04:14 PM
Updated : 14 Nov 2017, 04:14 PM

একই সঙ্গে ওই কলেজ থেকে ডিগ্রি পরীক্ষার কেন্দ্রও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ কথা জানান।

তিনি বলেন,  “১৮ নভেম্বর থেকে ২০১৬ সালের ডিগ্রি পাস (২য় বর্ষ) পরীক্ষা শুরু হচ্ছে। ওই পরীক্ষার ৯৫০টি সাদা উত্তরপত্র মাদারীপুরের ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে।”

এ ঘটনা তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ডিন অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

এ কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানান পরিচালক ফয়জুল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেন সদস্য-সচিব ও বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক অলক কুমার সাহা ওই কমিটির সদস্য।

পরিচালক ফয়জুল আরও বলেন, আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করে সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন কলেজ কেন্দ্রে নেওয়া হয়েছে।