নাটোরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ কিশোরের

নাটোরে ট্রাকচাপায় এক জেএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে; আহত হয় তাদের এক সঙ্গী।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 03:46 PM
Updated : 14 Nov 2017, 03:46 PM

মঙ্গলবার সদরের দিঘাপতিয়ায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলাবাড়ি গ্রামের ইদ্রিস আলী ছেলে জেএসসি পরীক্ষার্থী নূর মোহাম্মদ মিম (১৪) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (১৭)। জহুরুল অটোরিকশা চালক।

আহত একই গ্রামের মাসুদ হোসেনকে (১৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, মাসুদ তার বোনের বিয়ের ফুল কিনতে প্রতিবেশী জহুরুলকে নিয়ে মোটরসাইকেলে নাটোর শহরে আসেন।

ওসি বলেন, দুপুরে তারা বাড়ি ফেরার সময় নূর মোহাম্মদের সঙ্গে দেখা হয়। নূর মোহাম্মদ শহরের একটি কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল। সেও তাদের সঙ্গে মোটরসাইকেলে উঠে বাড়ির উদ্দেশে রওনা হয়।

“তারা দিঘাপতিয়া ফিলিং স্টেশনের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

“সেখানে চিকিৎসক জহুরুল ইসলাম ও নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করে।”

ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় আহত সবার অবস্থা গুরুতর ছিল।