পিরোজপুরে অজগর উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় একটি অজগর সাপ উদ্ধারের পর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 02:39 PM
Updated : 14 Nov 2017, 02:40 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের বাদুরতলী সড়কের মো. আব্বাস মিয়ার মুরগির খামারের পাশ থেকে গ্রামবাসী অজগরটি আটক করে বলে উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান।

পরে সেখান অজগরটি উদ্ধার করে বিকালে বলেশ্বর নদের মাঝের চর এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

উদ্ধার অজগর নয় ফুট লম্বা এবং ওজন সাড়ে সাত কেজি।

খামার মালিক মো. আব্বাস মিয়া বলেন, দুপুরের দিকে অজগরটি খামারে মুরগি শিকারের চেষ্টা চালাচ্ছিল দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা জাল দিয়ে অজগরটি আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তা ঘটনাস্থলে এসে অজগরটি নিয়ে যান বলে জানান তিনি।

বন কর্মকর্তা সালাম বলেন, মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী গ্রামগুলো থেকে আগেও বেশ কয়েকটি বিপন্ন অজগর আটক করে সুন্দরবনে ও মাঝেরচরে অবমুক্ত করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ বলেন, পরিবেশ বিপর্যয়ের কবলে পড়ে বলেশ্বর নদের স্রোতে ভেসে লোকালয়ে ঢুকেছিল অজগরটি। তাকে আবার তার আবাসস্থলেই অবমুক্ত করা হয়েছে।