গৃহবধূ হত্যায় স্বামীসহ ৫ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 01:03 PM
Updated : 14 Nov 2017, 01:04 PM

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ মাঈন উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রামের রফিকুল ইসলাম ও তার ভাড়া করা সহযোগী কুড়িঘর গ্রামের আক্তার, শামীম আহমেদ, আক্তার হোসেন এবং আরশ।

মামলার বরাত দিয়ে পিপি এস এম ইউসুফ জানান, ২০০৯ সালের ১০ জুলাই রাতে রফিকুল স্ত্রী ফাতু বেগম শিমুকে নিয়ে কুড়িঘর গ্রাম থেকে রিকশায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

“পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুড়িঘর-বিদ্যাকূট সড়কে শিমুকে হত্যার জন্য অন্য আসামিরা ওঁৎ পেতে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ওই সড়কে রফিকুলের সহযোগিতায় আসামিরা ছুরিকাঘাত করে শিমুকে হত্যা করে।”

এ ঘটনাকে ডাকাতি সাজিয়ে পরদিন একটি মামলা করেন রফিকুল। পরিকল্পিতভাবে তিনিই স্ত্রীকে হত্যা করেছেন পুলিশ তদন্তে তা বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিপি।