ময়মনসিংহে যুবলীগ ও জাতীয় পার্টির ধাওয়া-পাল্টা

ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও জাতীয় পার্টির মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 04:04 PM
Updated : 13 Nov 2017, 04:04 PM

সোমবার বিকালে শহরের ধোপাখলা মোড় এলাকায় এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুল বলেন, বিকালে মহানগর যুবলীগের সদস্য ইয়াসিন আরাফাত মিছিল বের করেন। এ সময় জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদারের লোকজনদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ বিষয়ে ইয়াসিন আরাফাত বলেন, রোববার বাসবাড়ি কলোনি থেকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে লোকজন যাওয়ায় দুজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে বিকালে মিছিল বের করলে আব্বাস উদ্দিন তালুকদারের নেতৃত্বে লোকজন মিছিলে হামলা এবং গুলি ছোড়ে।

এ সময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে কথা বলার জন্য আব্বাস উদ্দিন তালুকদারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।