শিশু শিক্ষার্থীকে মারধর, তদন্তে কমিটি

শরীয়পুরের জাজিরায় স্কুল ড্রেস পরে না আসায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2017, 03:18 PM
Updated : 13 Nov 2017, 03:18 PM

সোমবার দুই সদস্যের এ কমিটি গঠন করা হয় বলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ জানান।

স্কুল ড্রেস না পরায় রোববার জাজিরা পৌর এলাকার নিরাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. হুমায়ুন কবীরকে মারধর করেন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “আমি ওকে মারধর করিনি।ধমক দিয়েছি। ভয়ে পেয়ে আতঙ্কিত হয়েছে, এর বেশি কিছু না।”

এ ঘটনায় সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয় ‘নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ’।

নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।