নরসিংদীতে চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, শতাধিক বাড়িতে আগুন

পূর্ব বিরোধের জেরে নরসিংদীর রায়পুরার নিলক্ষা ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আগুন দেওয়া হয়েছে শতাধিক বাড়িঘরে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 03:43 PM
Updated : 12 Nov 2017, 03:43 PM

রোববার নিলক্ষার বীরগাঁও গ্রামে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

গত বছরের ১৪ নভেম্বর ও ১৮ ডিসেম্বর নিলক্ষা ইউনিয়নের ওই দুই চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে ১৪ নভেম্বরের সংঘর্ষের চারজন নিহত হন। আগুন দেওয়া হয় ছয়টি বাড়িতে। পরের ঘটনায় অন্তত ১৫ জন টেটাবিদ্ধ হন।

ওসি দেলোয়ার বলেন, পূর্ব বিরোধের জেরে বিকালে তাজুল ইসলামের সমর্থক গোপীবাড়ীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এর পাল্টায় আব্দুল হক সরকারের সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

প্রায় ২/৩ ঘণ্টা ধরে চলা ঘটনায় উভয়পক্ষের শতাধিক বাড়িঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

বীরগাঁও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দেলোয়ার।