স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

গাইবান্ধায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2017, 01:30 PM
Updated : 12 Nov 2017, 01:30 PM

রোববার গাইবান্ধার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাবলু সরকার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামি আমীর উদ্দিন ও মোনারুল ইসলামকে খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফি মামলার বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি স্ত্রী মনোয়ারা খাতুনকে গলাটিপে হত্যা করেন বাবলু সরকার। এ ঘটনায় মনোয়ারার বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।