জামালপুরে দুই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

জামালপুর সদরে ৩১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 10:31 AM
Updated : 11 Nov 2017, 10:31 AM

শনিবার চর যথার্থপুরে ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

দুই হাজার ২১০ কোটি টাকা ব্যয়ে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি ৩০০ বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে।

ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।

আগামী ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র দুটির নির্মাণ কাজ শেষ হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।