ঠাকুরগাঁওয়ে তরুণ খুন, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক তরুণ পিকআপ চালককে গলা কেটে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 08:39 AM
Updated : 11 Nov 2017, 08:39 AM

নিহত অন্তর ইসলাম (১৮) আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, অন্তর হত্যার ঘটনায় শনিবার ভোরে প্রযুক্তি ব্যবহার করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - নিহত অন্তরের খালা লুৎফা বেগম (২৯), বন্ধু মো. শাহীন (২৮) ও উপজেলা ভূমি অফিসের কর্মচারী রফিকুল ইসলাম (৪৭)।

পুলিশ সুপার মামলার বরাতে বলেন, “দীর্ঘদিন ধরে জেলা শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা রফিকুলের সঙ্গে লুৎফা বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল।

“এটা টের পায় লুৎফার ভাগিনা অন্তর। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহীনের মাধ্যমে অন্তরকে মুন্সিপাড়া এলাকার মাহবুবুর রহমান রাজুর লিচুবাগানে ডেকে নেন রফিকুল। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় নিহত অন্তরের মা আফরোজা খাতুন বাদী হয়ে শাহীন, রফিকুল, লুৎফার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, মামলার পর পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।