নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2017, 01:52 PM
Updated : 9 Nov 2017, 01:52 PM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জলঢাকা উপজেলা ও বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর পূর্বপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৮) ও জলঢাকার ধর্মপাল ইউনিয়নের উল্টর ধর্মপাল গ্রামের আব্দুল জলিলের ছেলে আইয়ুব আলী (৫০)।

ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান বলেন, বাড়িতে বসে একটি বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আইয়ুব আলী।

“পরিবারের লোকজন উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মৃত অবস্থায় আইয়ুব আলীকে হসাপাতালে আনা হয় বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল ইসলাম জানান।

নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান বলেন, “ছাগলের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে গেলে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গোলাম রব্বানী।”

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।