ভারতীয় পণ্যের ট্রাক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বেনাপোল প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 06:05 PM
Updated : 8 Nov 2017, 06:05 PM

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভারত থেকে কাগজ নিয়ে আসা ট্রাকে এ অভিযান চালানো হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয় ট্রাকে আমদানি করা পণ্যের সাথে পাঁচটি আগ্নেয়াস্ত্র রয়েছে গোপন এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালায়।

“কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থি‌তিতে ট্রাক থেকে পণ্য খালাস শুরু হয়। এ সময় একটি কাগজের রোলের পাশ থেকে একটি বিদেশি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।”

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ট্রাকের চালক ও খালাসি পালিয়ে গেছে বলে জানান এসআই শরীফ।

তিনি আরও বলেন, ওই ট্রাকের আনা পণ্যের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সসরিজ লিমিটেড এবং সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের সোনিয়া এন্টারপ্রাইজ।