শেরপুরে শিশু অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

শেরপুর সদরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 12:41 PM
Updated : 8 Nov 2017, 12:41 PM

জেলা শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন বুধবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

শেরপুর আদালতের বিশেষ পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, দণ্ডিত মজিবর রহমান (২৫) শেরপুর সদরের চক আন্ধারিয়া গ্রামের কতুব আলীর ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পিপি কিবরিয়া মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২৯ জুলাই ঈদুল ফিতরের দিন দুপুরে স্থানীয় ওই মাদ্রাসা ছাত্রী (১৩) তার খালার বাড়ি যাচ্ছিল। এ সময় আমতলী এলাকা থেকে মজিবর রহমান মেয়েটিকে অপহরণ করে অন্যত্র নিয়ে ধর্ষণ করে।

এরপর ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খেঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে তার বাবা বাদী হয়ে ৫ অগাস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে আদালতের নির্দেশে থানায় মামলা হয়।

পুলিশ ২১ সেপ্টেম্বর আসামি মজিববরকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ২৩ সেপ্টেম্বর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং ওইদিনই তার মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। 

মজিবর রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান আদালতে অবিযোগপত্র দাখিল করেন।