পিরোজপুরে নকলে সহায়তা, ২ শিক্ষককে কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জেডিসি পরীক্ষার্থীদের নকলে সহায়তার অপরাধে দুই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 08:59 AM
Updated : 10 Nov 2017, 08:04 AM

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার সুমি জানান, বুধবার সকালে উপজেলার শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্র থেকে আটকের পর তাদের এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন - ওই মাদ্রাসার সুপার হারুন অর রশিদ ও একই উপজেলার পৈকখালী মুমিনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাদের নকল সরবরাহ ও নকলে সহায়তা করতে দেখা গেছে।”

আটকের পর ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ডাদেশ দিলে পুলিশ তাদের কারাগারে পাঠায় বলে তিনি জানান।