শাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 05:26 PM
Updated : 7 Nov 2017, 05:36 PM

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানান।

অধ্যাপক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে করা কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক জহির বিন আলম, অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক মুস্তাক আহমেদ ও অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসেন।

ছিনতাইয়ের প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন, “আমরা শিগগিরই কমিটির প্রধানসহ সবাই মিলে আলোচনায় বসব। প্রশাসনের সাথে কথা বলেই তদন্ত শুরু করব।”