ব্রাহ্মণবাড়িয়ায় ২ রোহিঙ্গা নারী আটক

মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়নের মধ্যে পালিয়ে কক্সবাজার আসার পর সেখান থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 08:16 AM
Updated : 7 Nov 2017, 08:16 AM

ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক এসএম কামরুজ্জামান জানান, সোমবার রাতে জেলা শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - সুকতারা (২০) ও হোসনে আরা (২০)।

পরিদর্শক কামরুজ্জামান বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এই দুই নারীসহ তিনজনকে আটক করা হয়।

“জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া উপজেলার একটি শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন। তারা পাসপোর্ট করার জন্য ঢাকায় যাচ্ছিলেন বলেও স্বীকার করেছেন।”

জিজ্ঞাসাবাদ শেষে অন্যজনকে ছেড়ে দেওয়ার পর দুই নারীকে আবারও শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে সোয়া ছয় লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গত দশ সপ্তাহে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে ওই সহিংসতাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করে এর সমালোচনা করে আসছে জাতিসংঘ।

তবে মিয়ানমার সরকার কোনো ধরনের জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।