সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘বনদস্যু’ নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 07:19 AM
Updated : 7 Nov 2017, 07:40 AM

মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে র‌্যাব-৬ এর লেফট্যানেন্ট কমান্ডার জাহিদুল ইসলাম জানান।

নিহত নান্নু মোল্লা বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে র‌্যাবের দাবি। 

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি থ্রি নট থ্রি বন্দুক, একটি একনলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। 

কমান্ডার জাহিদুল বলেন, চুনকুড়ি খালে বনদস্যুরা অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদুস্যরা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

“উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে নান্নুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।

“সেখান থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে র্যর‌্যাব কর্মকর্তা জাহিদুল জানান।