নজরুল বিশ্ববিদ্যালয় ভিসির গাড়ি ভাংচুর

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এএমএম শামসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দিয়ে তার গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 10:36 AM
Updated : 6 Nov 2017, 10:39 AM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় যোগ দিতে এলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা তার রাস্তা আটকে গাড়ি ভাংচুর করে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ূন কবীর জানান।

পরে পুলিশ পাহারায় তিনি ময়মনসিংহ চলে যান বলে জানান তিনি।

উপাচার্য মোহিত উল আলমের মেয়াদ শেষে এ বছরের ১২ অগাস্ট থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেজারার শামসুর রহমান।

রেজিস্ট্রার হুমায়ূন কবীর বলেন, প্রায় এক মাস আগে টেলিভিশনের সাক্ষাৎকারে শামসুর রহমান চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর থেকে তিনি অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছিলেন

“দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরী সভায় যোগ দিতে এলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা তার গাড়ি অবরোধ করে ভাংচুর করে।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি বিজয় কুমার কর্মকার বলেন, একমাস ধরে সাবেক ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দুর্নীতি তদন্ত করে তাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যেই শিক্ষার্থীরা তার গাড়ি ভাংচুর করে।

এ বিষয়ে শামসুর রহমানের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।