সিলেট সিটি নির্বাচন মার্চের পর: মাহবুব

আগামী বছরের মার্চের পর সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 09:26 AM
Updated : 5 Nov 2017, 09:26 AM

রোববার জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

“আগামী বছরের মার্চ -এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক যোগযোগটুকুও নেই।”

তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। আগামী সংসদ নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না।

পরে তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

এ সময় আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন.নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশানার গোলাম কিবরিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন প্রমুখ।

২০১৩ সালের ১৫ জুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।