সাতক্ষীরায় অক্টোবর বিপ্লবশতবর্ষ পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 07:46 AM
Updated : 5 Nov 2017, 11:45 AM

এ পালনোপলক্ষে শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।

গণসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল নানা অনুষ্ঠান।

পুরনো জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ১৯১৭ সালের ২৫ অক্টোবর বলশেভিক পার্টির নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। এ বিপ্লবকে মহান ‘অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়। এ বছর এ বিপ্লবের শতবর্ষ পূর্ণ হয়েছে।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রুশ বিপ্লবের অনুপ্রেরণা বাংলাদেশের সব মানুষের। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে বামপন্থিরাই ছিল অনুঘটকের ভূমিকায়।

রুশ বিপ্লবের অনুপ্রেরণায় বাংলাদেশকে সমাজতন্ত্রের পথেই এগিয়ে যেতে হবে বলে তিনি মনে করেন।

ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন শিক্ষাবিদ সুশান্ত দাস, সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ।

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জাসদ (ইনু) জেলা সভাপতি কাজী রিয়াজ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জাসদ (আম্বিয়া) জেলা সভাপতি সরদার কাজেম আলী, সিপিবি জেলা সভাপতি আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টি নেতা সাবীর হোসেন, ফাহিমুল হক কিসলু, ময়নুল হক প্রমুখ।

গণসঙ্গীতের অনুষ্ঠানে অংশ নেয় ‘তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্র’। আবৃত্তি পরিবশেন করে ‘অধিতি একটি আবৃত্তি সংগঠন’।

সমাবেশ  শেষে একটি লাল পতাকা শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।