ঝিনাইদহে ‘অবহেলায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাংচুর

ঝিনাইদহের কালীগঞ্জে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের ‘অবহেলায়’ এক প্রসূতির মৃত্যুর পর ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 01:39 PM
Updated : 4 Nov 2017, 01:39 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় হাসনা নামের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান।

মৃত আকলিমা খাতুন (৩৫) কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ওই ক্লিনিকে একটি ছেলের জন্ম দেন।

রোগীর স্বজনরা ক্লিনিকের অফিস রুম ভাংচুর করলে সেখানের রোগীরা অন্যত্র চলে যায়।

ঘটনার পর থেকে ক্লিনিকের মালিক আব্দুর রহমান পলাতক রয়েছেন।

আকলিমার ভাসুর মাসুদুর রহমান বলেন, শুক্রবার সকালে প্রসব ব্যথা আকলিমাকে হাসনা ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা আড়াইটার দিকে চিকিৎসক প্রতাপ কুমার অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান প্রসব করান।

“এরপর থেকে রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তারকে অনেকবার বলা হয়। কিন্তু তারা গুরুত্ব না দেওয়ায় বেলা সাড়ে ১১ টার দিকে আকলিমা মারা যায়।”

ওসি মিজানুর বলেন, “খবর পেয়ে ক্লিনিকে গিয়েছি। তবে সেখানে ক্লিনিক মালিক ও ডাক্তারকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”