ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ আটক ২

সাতক্ষীরার ভোমরা সীমান্ত পথে ভারতে পাচারের সময় চারটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2017, 06:48 AM
Updated : 3 Nov 2017, 07:51 AM

শুক্রবার সকালে সীমান্তের লক্ষ্মীদাঁড়ির বেরিবাধ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানিয়েছেন।

এরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি গ্রামের আফছার আলির মেয়ে রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বড়গাঁ গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অবৈধ ভাবে স্বর্ণ পাচারের গোপন খবরে বিজিবির একটি টহল দল লক্ষ্মিদাঁড়ি বেরিবাধের ওপর অবস্থান নেয়।

“এ সময় ওই এলাকা দিয়ে সীমান্ত অতিক্রমের সময় চারটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।”