যৌতুক না পেয়ে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফেইসবুকে

নওগাঁর মান্দায় যৌতুক না পেয়ে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 03:49 PM
Updated : 31 Oct 2017, 03:49 PM

গ্রেপ্তার আলী আহসান মুজাহিদ (৩০) উপজেলার চকখোপা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে মুজাহিদের স্ত্রী বাদী হয়ে গত ২৫ অক্টোবর নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

মামলায় মুজাহিদ ছাড়াও তার দুই বন্ধুকে আসামি করা হয়েছে।

এরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা প্রামানিকপাড়া গ্রামের মতিউর রহমান মতির ছেলে নবাব আলী ও নুরুল্লাবাদ গ্রামের এরশাদ আলী শাহের ছেলে মিজানুর রহমান।

মামলা বরাত দিয়ে ওসি জানান, গত বছরের ২০ নভেম্বর বিয়ের পর থেকে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের গোপনে মোবাইল ফোনে ধারণ করে রেখেছিলেন মুজাহিদ। সম্প্রতি যৌতুক দাবি করেস্ত্রীর ওপর নিপীড়ন নির্যাতন শুরু করেন তিনি।

“তার দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা দিতে স্ত্রী ও তার পরিবার দিতে অস্বীকার করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং গোপনে ধারণ করা ভিডিও দুই বন্ধুর সহযোগিতায় ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।”

ওসি বলেন, আদালত মামলাটি রেকর্ড করে মান্দা থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনামাসহ মামলাটি হাতে পেয়ে মুজাহিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।