শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

শেরপুরে ছয় বছর আগে কামরান হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন ১৫ জন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 01:49 PM
Updated : 30 Oct 2017, 01:49 PM

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত গাফর আলী (৪০) শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নের কাওয়াপেচি গ্রামের প্রয়াত হাজী আফাজ উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মঞ্জুরুল ইসলাম জানান, রায়ে গাফরকে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাবাসের দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে এপিপি বলেন, “২০১১ সালের ২৬ অগাস্ট গাফর আলী তার লোকজন নিয়ে কুড়ালিয়াকান্দা মসজিদের জায়গা দখলে যান। এতে বাধা দেন যুবক কামরান হোসেন কাপাসু, রেজাউল ইসলাম ও ওহাব আলীসহ কয়েকজন।

“এ সময় কামরান ও রেজাউলকে দেশি অস্ত্র কুপেয় জখম করে গাফরের লোকজন। ওই বছরের ২৮ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কামরান।”

ওই ঘটনায় কামরানের ভাই ওহাব আলী বাদী হয়ে গাফর আলীসহ ১৬জনকে আসামি করে সদর থানায় মামলা করেন বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশ একই বছরের ১০ ডিসেম্বর গাফর আলীসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জানিয়ে এপিপি মঞ্জুরুল বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ ১২ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

“অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর ১৫ আসামিকে বেকসুর খালাস দেন।”