গজারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একটি প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2017, 10:45 AM
Updated : 27 Oct 2017, 10:45 AM

উপজেলার বালুয়াকান্দিতে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনায় নিহত হন মো. খোকন মিয়া (৪৫)।

খোকন নারায়ণগঞ্জের নবীনগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডাট্রিজের সুপারভাইজার।

নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী মিনিট্রাক চালক মো. তোফাজ্জল হোসেন জানান, কুমিল্লা থেকে মাল (অক্সিজেন সিলিন্ডার) ডেলিভারি দিয়ে আসতে আসতে রাত দেড়টার মতো বেজে যায়।

বালুয়াকান্দি এলাকায় এসে তারা জ্যামে পড়েন বলে জানান তোফাজ্জল।

তিনি বলেন, “এ সময় দুইজন ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি ধরে তল্লাশি করে কিছু পায়নি। পরে আমার পাশে বসা আমাদের সুপারভাইজার খোকনকে ধরে।

“তার কাছে ডেলিভারির টাকা ছিল। তাকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি; কিন্তু কেউ এগিয়ে আসেনি।”

তিনি জানান, ছিনতাইকারীরা চলে গেলে তিনি গাড়ির সামনে গিয়ে খোকনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

“এরপর তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাত ৩টার দিকে খোকনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

নিহত খোকন নেত্রকোনার সতরো সি গ্রামের মো. নাদের উজ্জামানের ছেলে। খোকনের দুই ছেলে দুই মেয়ে বয়েছে বলে সহকর্মী তোফাজ্জল জানান।