নড়াইলে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারের সংঘর্ষে নড়াইলের নড়াগাতিতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে; এ সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 10:41 AM
Updated : 26 Oct 2017, 12:52 PM

পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান।

নিহত তরিকুল শেখ (৪০) কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে। তিনি কলাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার জানিয়েছেন।

ওসি মাহাবুবুর এলাকাবাসীর বরাতে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত তালুকদারের সঙ্গে তরিকুলের দ্বন্দ্ব ছিল।

“বুধবার বিকালে তরিকুলের লোকজন কলাবাড়িয়া বাজারে হাসমত তালুকদারকে খোঁজ করে এবং তাকে গালাগাল করে। এর জেরে বৃহস্পতিবার সকালে কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ঘটনাস্থলেই মারা যান।”

সংঘর্ষে আহত মোক্তার শেখকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, আর এনায়েত শেখ (৩২) ও শের আলীকে (৫০) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।