বিএনপির মিছিলে পুলিশের গুলির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 03:39 PM
Updated : 24 Oct 2017, 03:39 PM

মঙ্গলবার বিকালে শহরের পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন অভিযোগ করেন।

তবে গুলি করার কথা অস্বীকার করেছে পুলিশ।

যুবদল নেতা মনির হোসেন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।

“মিছিলটি কিছুদূর গেলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি (শটগানের গুলি) চালায়।”

মনিরের দাবি, এতে তিনিসহ যুবদল ও ছাত্রদলের তিন নেতা গুলিবিদ্ধ হন। আটক করা হয়েছে রাব্বি ও সুমন নামের দুই কর্মীকে।

মনির আরও বলেন, “আমিসহ আহতরা নিজেদের বাসায় চিকিৎসক ডেকে এনে চিকিৎসা নিয়েছেন।”

এ নিয়ে সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, “পুলিশ কোনো গুলি করেনি। মিছিল করতে না পারায় এমন অভিযোগ করেছেন তারা।”