শেরপুরে অটো চালক হত্যায় ৩ জনের যাকজ্জীবন

শেরপুরে এক অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 02:21 PM
Updated : 24 Oct 2017, 02:21 PM

মঙ্গলবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার বানিয়াখিলা গ্রামের ফকির আলীর ছেলে মোস্তফা (২৪), ইজারাপাড়া গ্রামের মৃত নেয়াজ আলীর ছেলে জহুর আলী (৪৮) ও একই গ্রামের মৃত মেহের আলীর মোহাম্মদ আব্বেছ (৪১)।

এরা সবাই পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আরও তিন আসামিকে খালাস দিয়েছে বলে অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ১১ মে শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামের নাজিরুল ইসলাম লাজু অটোরিকশা চালাতে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরদিন বেলা ১১টার দিকে সড়কের পাশের ডোবা থেকে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ ঘটনায় লাজুর দাদা আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৯ এপ্রিল ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।