টঙ্গীতে কয়েল থেকে আগুন লেগে দ্বগ্ধ ২

গাজীপুরের টঙ্গীতে ‘মশার কয়েল থেকে’ আগুন লেগে দুই পোশাক শ্রমিক দ্বগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2017, 03:34 AM
Updated : 24 Oct 2017, 06:56 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোরে তাদের হাসপাতালে আনার পর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন - টাঙ্গাইল সদর উপজেলার হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) ও শেরপুরের মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।

তারা টঙ্গী উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকার হোপ লোন নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

দীন ইসলামের মামা হযরত আলী বলেন, তার ভাগ্নে ও জহিরুল সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর মশার কয়েল জ্বেলে এক বিছানায় শুয়ে ছিলেন।

“রাত সাড়ে ৩টার দিকে তারা বিছানায় আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।”

চিকিৎসকের বরাতে এসআই বাচ্চু জানান, জহিরুলের শরীরের ৯০ শতাংশ আর দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।