যশোরে অভিযান শেষ, নব্য জেএমবির ‘সদস্য’ গ্রেপ্তার

যশোর সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক মোজাফফর হোসেন নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক বলে জানিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 04:58 PM
Updated : 23 Oct 2017, 05:21 PM

সোমবার রাতে ১০দিকে এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এ কথা জানান।

সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার পাগলাদহ গ্রামের একটি আধাপাকা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার বলেন, প্রায় তিন ঘণ্টা পর ওই বাড়ির অভিযান শেষ হয়েছে। এতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী আটটি ইউনিট অংশ নেয়।

“পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে বিকালে যশোর শহর থেকে বাড়ির মালিক মোজাফফর হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়।”

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর আরও বলেন, মোজাফফর যশোরের এম এম কলেজের পুরানো ছাত্রাবাস মসজিদের ইমাম।

“আমরা তার আরও একটি পরিচয় পেয়েছি। তিনি নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক। তাকে যশোরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

৪০ বছর বয়সী মোজাফফর হোমিও চিকিৎসক বলে জানিয়েছিলেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয় শাখা) মুনিরুজ্জামান।