‘সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন’

সড়কপথে সুন্দরবন দেখার সুবিধা থাকায় সাতক্ষীরাকে এখন থেকে ‘সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন’ শ্লোগানে পরিচিত করা হবে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 09:30 AM
Updated : 23 Oct 2017, 09:30 AM

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, “সারাদেশে প্রতিটি জেলার জন্য একটা করে শ্লোগান বা ব্র্যান্ড নেম নির্ধারণ করছে সরকার।

“এরই অংশ হিসেবে সাতক্ষীরার ব্র্যান্ড নেম ঠিক করা হয়েছে ‘সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন’।”

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১০টায় সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন জেলা প্রশাসকসহ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হান্নান, এনডিসি মোশারেফ হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফফারা তাসনিম, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক।

তারা বলেন, সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ৬২ কিলোমিটার রাস্তায় চলতে চলতে সুন্দরবন দেখা যায়। এটি সংরক্ষিত এলাকার বাইরে, এলাকায় বসতি রয়েছে, তবে বন বিভাগের নিয়ন্ত্রণে থাকায় গভীর সুন্দরবনের পরিবেশও এখানে রয়েছে।

এ এলাকায় গোলপাতা, গরান, গেওয়া প্রভৃতি বৃক্ষ, হরিণ, পাখি প্রভৃতির পাশাপাশি বাগ-কুমিরও দেখা যায়। এ কারণেই সাতক্ষীরার জন্য এই নামটি নির্ধারণ করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।