বাঁধ ভেঙে মেঘনায় ভেসে যাওয়া ৩ জনকে উদ্ধার

ভোলার মনপুরায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙে মেঘনায় ভেসে যাওয়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 02:25 PM
Updated : 22 Oct 2017, 02:25 PM

শনিবার রাত ১১টায় মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে তাদের স্থানীয়রা উদ্ধার করে বলে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আখতার চৌধুরী জানান।

এরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরের দোন এলাকার ইলিয়াস (২৫), রুহুল আমিন (৩০) ও রাহাত (২৫)।

জোয়ারের তোড়ে শনিবার রাতে চৌধুরী বাজারের পূর্বপাশে বেড়িবাঁধ ভেঙে একটি দোকানসহ তিনজন ভেসে যায়। ছয়টি গ্রামসহ জোয়ারের পানিতে পাঁচ হাজার একর আমনের ক্ষেত প্লাবিত হয়।

উদ্ধার ইলিয়াস বলেন, প্রচণ্ড ঢেউয়ে তার দোকান ঘরটি পানির সঙ্গে মেঘনায় চলে যায়। তারাও মেঘনায় ভাসতে থাকেন।

“পরে ভেসে যাওয়া ঘরের চালের উপর উঠে বসি।খবর পেয়ে স্থানীয় মান্নান মাঝি ও আশরাফ মাঝি ট্রলার নিয়ে গিয়ে মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসেন।”