রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ৬ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে  প্রথম দিনের ভর্তি পরীক্ষায় সাড়ে ছয় হাজার ভর্তিচ্ছু অনুপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 01:53 PM
Updated : 22 Oct 2017, 03:40 PM

রোববার  সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে অনুষদের ডিন অধ্যাপক মো. ফয়জার রহমান জানান।

অনুপস্থিতদের মধ্যে অনেকে পরীক্ষায় অংশ নিতে রাতের গাড়িতে ঢাকা থেকে রওনা হলেও মহাসড়কে যানজটের কারণে সময়মত পৌঁছাতে পারেননি বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

শুধু যানজটে পড়ে এত সংখ্যক ভর্তিচ্ছু অনুপস্থিত ছিল তা নাকচ করে দিয়ে ডিন ফয়জার বলেন, ই-ইউনিটে পরীক্ষায় শতকরা ৮৪ দশমিক ১৮ ভাগ ভর্তিচ্ছু অংশ নিয়েছে। শুধু যানজটের কারণে অনুপস্থিত ছিল, এটা ঠিক না। প্রতিবারই এ রকমই উপস্থিতি থাকে।”

বিজ্ঞান অনুষদের ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২টি আবেদন পড়ে। রোববার সকাল সাড়ে ৮টা থেকে তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।