যৌথ প্রশিক্ষণে ২৬ বিএসএফ সদস্য বাংলাদেশে

'সীমান্ত ব্যবস্থাপনা' বিষয়ে একটি যৌথ প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 09:23 AM
Updated : 22 Oct 2017, 09:23 AM

রোববার দুপুরে ২৬ সদস্যের এই দলটি বেনাপোল পৌঁছায় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

এসময়  চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি কর্মকর্তা আরিফুল।

আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত-এ অবস্থিত 'বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে’ বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  

বিএসএফের ডিসি প্রদীপ কুমার নাগের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধি দলে ১০ জন কর্মকর্তা ও ১৬ জন জওয়ান রয়েছেন বলে জানান আরিফুল।  

আরিপুল জানান, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে যৌথভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করার বিষয়কে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ৪ নভেম্বর ফেরত যাবে বলে জানান আরিফুল।