চার ঘণ্টা পর রাজশাহী ও খুলনার পথে ট্রেন চালু

প্রবল বর্ষণে পাবনার চাটমোহর উপজেলায় একটি রেলসেতুর মাটি সরে গিয়ে ঘণ্টা চারেক বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 04:57 AM
Updated : 22 Oct 2017, 08:57 AM

লাইন মেরামত শেষে রোববার সকাল ১০টার দিকে ঢাকামুখী রংপুর এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করে বলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি আবদুল হালিম খান জানান, দুদিন ধরে টানা বর্ষণে চাটমোহরে গুয়াখাড়া ও ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে ২১ নম্বর রেলব্রিজের পাশে মাটি সরে যায়।

রোববার সকাল ৬টার দিকে বিষয়টি জানার পর রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখে।

ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ ছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের যে কোনো জেলায় রেলপথে পৌঁছাতে হলে চাটমোহরের ওই এলাকা দিয়েই যেতে হয়।

ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে রেল কর্মকর্তারা জানান।

অসীম কুমার তালুকদার বলেন, তারা সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে দ্রুত মাটি ভরাট করে লাইন মেরামতের ব্যবস্থা নেন।

মেরামত শেষে সকাল ১০টার দিকে একটি ট্রেন ঢাকার পথে রওনা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।