ভোলায় লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 12:39 PM
Updated : 21 Oct 2017, 12:39 PM

ভোলায় বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. নাসিম জানান, শনিবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে বৃষ্টি ঝরছে প্রায় সারাদেশে। শনিবার দিনভরও তা অব্যাহত ছিল।

ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, শনিবার বিকাল ৪টা পর্যন্ত মেঘনায় বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলার বিভিন্ন চরাঞ্চল ২/৩ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে। দুদিনের অব্যাহত বর্ষণে ভোলা শহরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে বলে জানান তিনি।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আনোয়ার হোসেন জানান, শনিবার বিকাল ৪টা পর্যন্ত গত ২৮ ঘন্টায় ভোলায় ৯৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।