ঝড়ে পাথরঘাটার অর্ধশত ঘর বিধ্বস্ত, আহত ৫

বরগুনার পাথরঘাটায় ঝড়ে কয়েকটি ইউনিয়নে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে; আহত হয়েছে অন্তত পাঁচ জন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 12:26 PM
Updated : 21 Oct 2017, 12:30 PM

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝড় শুরু হয়। এতে অন্তত অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

উপজেলার সদরের হাজিরখাল, চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া, মঠেরখাল, কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি ও চৌমুহনী গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, ঝড়ের সময় ঘর চাপা পড়ে হাজিরখাল গ্রামের তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

এরা হলেন ফাতিমা বেগম (৪৫), রাবেয়া আক্তার (৫৫), হনুফা বেগম (৭০), জয়নাল (২৫) ও মিন্টু (৫২)।

বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতি বিবেচনা করে তাদের আরও সহায়তা প্রদান করা হবে।