রাজশাহী নগরে রোহিঙ্গা যুবক আটক

রাজশাহী নগরীতে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 11:14 AM
Updated : 21 Oct 2017, 11:14 AM

নগরীর বোয়ালিয়া থানার এএসআই নাসরিন আক্তার জানান, শনিবার মেহেরচন্ডি মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক তৌসিক আহমেদ (২৫) নিজেকে মিয়ানমারের নাগরিক বলে পরিচয় দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এএসআই নাসরিন জানান, সকালে এই যুবক মেহেরচন্ডি এলাকায় বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন।

“এরপর স্থানীয়দের কাছে খবর পেয়ে থানার এএসআই মিল্টন আহমেদ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।”

তার ভাষা তেমন বোঝা যাচ্ছে না উল্লেখ করে নাসরিন বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগাস্টের শেষ সপ্তাহে মিয়ানমারে সেনা অভিযান ও নির্যাতন শুরু হলে বাংলাদেশে রোহিঙ্গা আসার ঢল নামে। এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

কক্সবাজারে স্থাপিত শরণার্থী ক্যাম্প ছেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞার পরও দেশের বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়ছে বলে গণমাধ্যমে খবর আসছে।