শিমুলিয়ায় নৌযান বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে; ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 05:20 AM
Updated : 21 Oct 2017, 05:20 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, শনিবার সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর তীব্র স্রোতের কারণে ফেরি, স্পিডবোট ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার সকাল থেকোই উত্তাল পদ্মায় যান চলাচল বিঘ্নিত হচ্ছিল জানিয়ে তিনি বলেন, আবহাওয়া ক্রমেই বিরূপ হয়ে ওঠায় এখন আর সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলে উভয় তীরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ছয় শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী।

যাত্রীরা ঘাটে আটকা পড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সরোজিৎ কুমার ঘোষ।

তিনি বলেন, ঘাটে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে পুলিশ সতর্ক রয়েছে।