পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুকুরে বিষ দিয়ে লাখ লাখ টাকার মাছ মারার অভিযোগে মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 01:54 PM
Updated : 20 Oct 2017, 01:54 PM

শুক্রবার পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন বৈরাটি ইউনিয়নের আলমপুর গ্রামের আবদুল মজিদের ছেলে মৎস্য খামার মালিক মোখলেছুর রহমান সুজন।

পূর্বধলা থানার পরিদর্শক অভি রঞ্জন সরকার জানান, সুজন ও তার ভাই মিজানুর রহমান কাজলের যৌথ মালিকানার খামারের ছয়টি পুকুরে মঙ্গলবার রাতে বিষ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন (বুধবার) খামারে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ পুকুর পাড় থেকে তিনটি বিষের বোতল জব্দ করেছে বলে তিনি জানান।

মামলার অভিযোগে বলা হয়, সুজন এবং তার ভাই মিজানুর রহমান কাজল যৌথভাবে পাঁচ একর জমিতে খামার করেছেন। ওই খামারের ছয়টি পুকুরে পাবদা, গুলশা ও শিং মাছের পোনা ছাড়া হয় সাত মাস আগে।

পোনা কেনা, খাবার, পরিচর্যা বাবদ এ পর্যন্ত তাদের সাড়ে ১৩ লাখ টাকার বেশি খরচ হয়েছে এবং বর্তমান বাজার দরে  পুকুরগুলোতে অন্তত ৪০ লাখ টাকার মাছ ছিল বলে মামলায় বলা হয়।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাতে সবগুলো পুকুরে একসাথে বিষ ঢেলে সব মাছে মেরে ফেলেন প্রতিবেশী রোস্তম আলী।

পরিদর্শক অভি রঞ্জন সরকার বলেন, ঘটনার পর থেকে রোস্তম আলী পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।