না’গঞ্জে ডকইয়ার্ডে গ্যাসের আগুনে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় একটি ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 10:15 AM
Updated : 20 Oct 2017, 10:15 AM

শুক্রবার সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় খন্দকার ডকইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আহত বিল্লাল হোসেন (৪০), সোহরাওয়ার্দী (৩৫), কবির হোসেন (২৮) ও হাসেম মিয়াকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

খন্দকার ডকইয়ার্ডের ম্যানেজার চন্দন বিশ্বাস জানান, দুইটি পৃথক সিলিন্ডার থেকে অক্সিজেন ও এলপি গ্যাস একটি নজেল (গ্যাস কাটার) হয়ে একত্রে বের হয়।

“কিন্তু শ্রমিকরা তাড়াহুড়ো করে এলপি গ্যাসের সিলিন্ডার টাইট না দেওয়ায় লিকেজ থেকে যায়। এ কারণে গ্যাস কাটারের মুখে আগুন দিলে তা বাইরে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।”

ডকইয়ার্ডে ফেরি তৈরির কাজ চলছিল বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গ্যাস সিলিন্ডারের নলেজের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে। চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।