রাবির পুকুরে মাছ মরে দুর্গন্ধ, চুন ছিটানো হলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের পুকুরের মাছ মরে কয়েকদিন ধরে দুর্গন্ধ ছড়ানোর পর প্রাথমিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 09:41 AM
Updated : 20 Oct 2017, 10:06 AM

বৃহস্পতিবার পুকুরটিতে চুন ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও ওই হলের হাউজ টিউটর সৈয়দা নুশরাত জাহান।

এক সপ্তাহ আগে থেকে পুকুরটির মাছ মরে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

হল প্রাধ্যক্ষ সাবিনা সুলতানা বলেন, “আমি এ বিষয়টা জানার পরপরই আমাদের হাউজ টিউটর সৈয়দা নুশরাত জাহানকে জানিয়েছি। উনাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন।”

সৈয়দা নুশরাত জাহান বলেন, “আমরা প্রাথমিকভাবে বৃহস্পতিবার পুকুরের পানিতে ও চারপাশে চুন ছিটিয়ে দিয়েছি। এখন মাছ মরা বন্ধ হয়েছে। আর মরা মাছগুলো ফেলেও দেওয়া হয়েছে।”

তবে পুকুরে বেশকিছু মাছ থাকায় এখনই কোনো দীর্ঘ পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে তিনি জানান।

এখন কেন বড় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমরা সম্প্রতি পুকুরে মাছ ছেড়েছি।  তবে সব মাছই তো আর মারা যায়নি। এখনও অনেক মাছ রয়েছে।”

এখন আবহাওয়ার কারণে পদক্ষেপও নেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, শীতকালে পুকুর শুকিয়ে ও চারপাশ পরিষ্কার করে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে মাছ চাষে উপযোগী করা হবে।