শেরপুরে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরে শিশু হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 02:56 PM
Updated : 19 Oct 2017, 03:01 PM

বৃস্পতিবার বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৪১) শ্রীবরদী উপজেলার মালাকুচা গ্রামের খাজার উদ্দিনের ছেলে।

মামলার আরেকটি ধারায় জাকিরের ভাই সাকলইনকে চার মাসের ও ফরিদ উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বিকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার মালাকুচা গ্রামে লাউয়ের চারা তুলে ফেলার ঘটনার জেরে ঝগড়ার এক পর্যায়ে ওই গ্রামের খাজর উদ্দিনের লোকজন ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একই গ্রামে ইস্রাফিলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ইস্রাফিল পক্ষের লাল চাঁনের এক বছর বয়সী মেয়ে নাবিলা নিহত হয়।

এ ঘটনায় লাল চাঁন বাদী হয়ে একই পরিবারের ছয়জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেন।তদন্ত শেষে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।